ওসমানীতে ফ্লাইট ওঠা-নামা বন্ধ

ওসমানীতে ফ্লাইট ওঠা-নামা বন্ধ

বন্যার পানি রানওয়ের কাছাকাছি এলাকায় চলে আসায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ করা হয়েছে। বিকেল ৪ টায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।

স্থানীয়রা জানিয়েছেন- ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের চর্তুদিকে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে করে আশপাশ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।  পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আশপাশ এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন- এখনো রানওয়েতে পানি ঢুকেনি। তবে- কাছাকাছি এলাকায় চলে আসার কারণে বিকেল থেকে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

Related Articles