ইউরোর ব্যর্থতা নয়; বর্ণবাদের জেরে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন এমবাপ্পে

ইউরোর ব্যর্থতা নয়; বর্ণবাদের জেরে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন এমবাপ্পে

ফেভারিটের তকমা নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ফ্রান্স। তবে শেষ ষোলোতেই থামে বিশ্বচ্যাপিয়নদের মিশন। পেনাল্টি শুট আউটে ব্যর্থ হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তীব্র সমালোচনার মুখে অবসরের সিদ্ধান্তও নিয়েছিলেন পিএসজি তারকা। তবে এমবাপ্পে জানালেন, ইউরোর ব্যর্থতা নয়; বর্ণবাদের শিকার হয়ে জাতীয় দলের জার্সি গুছিয়ে রাখতে চেয়েছিলেন তিনি।

গত বছরের ইউরো ২০২০-এ রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যায় তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হেরে যায় ফরাসিরা। তাদের হয়ে শেষ পেনাল্টিটি মিস করেছিলেন এমবাপ্পে।

আসরে দলের চার ম্যাচে একটিতেও গোলের দেখা না পাওয়া এবং পেনাল্টি শুট আউটের ওই ব্যর্থতার পর তীব্র সমালোচনার মুখে পড়েন এমবাপ্পে।

গত বছর এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানিয়েছিলেন, দলের সব ব্যর্থতার দায় তার একার ওপর চাপিয়ে দেয়া হয়েছিল। তখন যদিও বর্ণবাদের বিষয়টি উল্লেখ করেননি তিনি।
পুরনো খবরে নাড়া দিয়েছেন ফ্রান্স ফুটবলের প্রধান লু গেরেত। রোববার একটি ফরাসি সাময়িকীর সংবাদে তিনি মন্তব্য করেন, তীব্র সমালোচনায় পড়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন এমবাপ্পে।
টুইটারে লু গেরেতের মন্তব্যের জবাবে এমবাপ্পে লিখেছেন, সভাপতি যা বলেছেন তা সত্য নয়, ‘আমি তাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে, বিষয়টি বর্ণবাদের সঙ্গে জড়িত এবং (ইউরোয়) পেনাল্টি বিষয়ক নয়। তবে বর্ণবাদের কোনো ঘটনা সেখানে ছিল বলে মানতে রাজি নন তিনি।’
ইউরোর পর কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও নেশন্স লিগসহ ফ্রান্সের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন এমবাপে।

Related Articles