বিতর্কিত মন্তব্য করায় বহিস্কৃত বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে পশ্চিম বঙ্গ বিধান সভায় নিন্দা প্রস্তাব পাশ হয়েছে।
গতকাল ২০শে জুন উপস্থিত থাকার সময়সীমা শেষ হলে আজই মহানবী (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা বিজেপি নেত্রী নূপুর শর্মার হাজিরার কথা ছিল কলকাতা পুলিশের সামনে। কিন্তু, নূপুর শর্মা এলেন না। এলো তাঁর একটি ইমেইল।
এই ইমেইলে চার সপ্তাহের সময় প্রার্থনা করেছেন কলকাতা পুলিশের কাছে। ইমেইলে তিনি জানিয়েছেন, যে চার সপ্তাহ পরে তিনি কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। এই ইমেইলটি পাওয়ার পর চার সপ্তাহের ছাড় মঞ্জুর করেছে কলকাতা পুলিশ।
নারকেলডাঙ্গা থানায় একটা এফআইআর-এর প্রেক্ষিতেই নূপুর শর্মাকে ডেকে পাঠানো হয়েছিল। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য সম্পর্কে একটি নিন্দাপ্রস্তাব গৃহীত হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এই প্রস্তাবটি আনেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নূপুর শর্মার বক্তব্যের তীব্র নিন্দা করে বলেন, পশ্চিমবঙ্গে সাড়ে তিন কোটি মুসলিম বাস করেন। মাত্র তিনটি জায়গায় নূপুর শর্মার মন্তব্য নিয়ে গ-গোল হয়েছিল। এটা হওয়ায় উচিত নয়. তাও এই রাজ্যে সম্প্রীতি আছে। আমি গ-গোলকারীদের গ্রেপ্তার করেছি। অন্য বিজেপি শাসিত রাজ্যে কি হয়েছে? কজন গ্রেপ্তার হয়েছে?