সংবাদদাতা,পটিয়া : পটিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ২৬ জুন রবিবার রাতে ঘোষনা করা হয়েছে।
১৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হয়েছেন আরাফাত শাকিল এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুল্লাহ আল নোমানকে।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের স্বাক্ষরিত এ কমিটি ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
নব- গঠিত কমিটির সভাপতি আরফাত শাকিল বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন ও মিশন বাস্তবায়ন করতে উপজেলা ছাত্রলীগের অভিভাবক হুইপ সামশুল হক চৌধুরী এমপির নির্দেশনায় প্রাণান্ত কাজ করবে বলে নেতা কর্মীদের আশ্বস্ত করেন।