তুরস্কের দাবি মেনে নেয়ায় সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো জোটে সমর্থন দিল তুরস্ক।

তুরস্কের দাবি মেনে নেয়ায় সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো জোটে সমর্থন দিল তুরস্ক।

অবশেষে সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেয়ার প্রস্তাবকে সমর্থন দিলো তুরস্ক। জোটটির নিয়ম অনুযায়ী, সকল সদস্যের সম্মতি ছাড়া নতুন কোনো দেশ ন্যাটো সদস্য হতে পারবে না। সুইডেন ও ফিনল্যান্ড যখন ন্যাটোর সদস্য হওয়ার আনুষ্ঠানিক আবেদন করেছিল তখন তুরস্ক তার বিরোধিতা করেছিল। ফলে তাদের ন্যাটো সদস্য হওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তুরস্ক তার জায়গা থেকে সরে এসেছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, তুরস্কের অভিযোগ ছিল সুইডেন ও ফিনল্যান্ড কুর্দিদের আশ্রয় দিচ্ছে। তবে তুরস্কের উদ্বেগকে প্রাধান্য দিয়ে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গও বলেছেন, সন্দেহভাজন কুর্দি যোদ্ধাদের প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ আরও জোরালো করার ব্যাপারে রাজি হয়েছে সুইডেন। সেই সঙ্গে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর থাকা বিধিনিষেধ তুলে নেয়ার বিষয়েও সম্মত হয়েছে সুইডেন ও ফিনল্যান্ড।

এ নিয়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তো বলেন, তিন দেশ একটি যৌথ স্মারকে স্বাক্ষর করেছে যার মাধ্যমে একে অপরের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি মোকাবেলায় পূর্ণ সহযোগিতা আরও বাড়ানো হবে। সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেছেন, এটা ন্যাটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগানের কার্যালয় থেকে জানানো হয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের কাছ থেকে তারা যা চেয়েছে তারা সেটি পেয়েছে।
উল্লেখ্য, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেয়ার বিরোধীতা করেছে দেশ দুটির প্রতিবেশি রাশিয়া। ন্যাটো ক্রমাগত রাশিয়ার দিকে সম্প্রসারণ করতে চাইছে এমন দাবি তুলে ইউক্রেনে আক্রমণ শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু মস্কোর সেই অভিযান উল্টো ফলাফল দিতে শুরু করে। এতদিন নিরপেক্ষ দেশ হিসাবে থাকলেও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর এখন ন্যাটোতে জোটে যোগ দিতে আগ্রহী হয়ে উঠেছে সুইডেন ও ফিনল্যান্ড।

Related Articles