পটিয়া সংবাদদাতা : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কর্ণফুলী ফয়েজ নগর এলাকায় নিজের বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে জয় চ্যাটার্জি (৫০) আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা।
বুধবার (২৯ জুন) বিকাল ৫টার দিকে ফয়েজ নগর ইমাম সাহেবের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছুই জানা যায়নি।
নিহত জয় চ্যাটার্জি পটিয়া থানার গুয়াতলী এলাকার শান্তিপ্রিয় চ্যাটার্জির ছেলে। তিনি চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করে আসছেন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ফয়েজ নগর এলাকার ভাড়া বাসায় জয় চ্যাটার্জি নামে এক স্কুলশিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রয়েছে।