এ,টি,এম,তোহা : চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের শান্তির হাটের তীব্র যানজটের অশান্তি থেকে শান্ত ফিরিয়ে আনতে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনের নেতৃত্বে আজ বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এতে ফুটপাত দখল করে অবৈধ স্থাপন নির্মাণ করায় ১১জনকে ১৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে উচ্ছেদ করে সরকারি জমি করা হয়েছে অবমুক্ত।
বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম সহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।
জানা গেছে, উপজেলার শান্তিরহাট এলাকায় ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় দীর্ঘদিন এলাকার মানুষ দুর্ভোগের শিকার হন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উচ্ছেদ ও জরিমানা আদায় করেছে।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন জানিয়েছেন, ফুটপাত দখল করে স্থাপনা করার কারণে প্রায় সময় শান্তিরহাট এলাকায় যানজট সৃষ্টি হয়।
স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সড়ক পরিবহন আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উচ্ছেদ ও
জরিমানা করা হয়েছে। তাছাড়া অবৈধ দখলকারীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন অবৈধ স্থাপনা যেখানে পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে।