সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন

সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন

পটিয়া সংবাদদাতা : সাভারের ইউনুস আলী কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টায় পটিয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলা শাখা ও চট্টগ্রাম দক্ষিন জেলা কমিটি। 

মানববন্ধনে পটিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে শিক্ষক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি করেন।

শিক্ষক সমিতির সভাপতি কেএম আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিসভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু তৈয়ব, অভিজিত বড়ুয়া মানু, ভগিরত দাশ, মিজানুর রহমান, মোঃ ইসমাইল, আবদুল মন্নান, বদিউল আলম, শহীদুল ইসলাম, শেখর দত্ত, অরুন কুমার মিএ, এটিএম তোহা, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, স্মরন সুশীল, পীযুষ কুমার দে, মোঃ সেলিম, মোহাম্মদ হাছান,কৃষ্ণ পটোয়ারী,মোঃ এরফান,দীপন চন্দ্র শীল, সোমা গুহ, গনেশ চন্দ্র নাথ, ইন্দিরা দাশ প্রমূখ শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে এমন কোন এলাকা নেই যেখানে কিশোর গ্যাং নেই।  মূলত কিছু ব্যক্তি প্রভাব বিস্তারের জন্য এসব কিশোর গ্যাংদের ব্যবহার করছে। এসব কিশোর গ্যাং তৈরি করার জন্য যারা কাজ করছে তাদের শেকড় উপড়ে ফেলতে  হবে। তাহলে শুধু শিক্ষক নয় সমাজও নিরাপদ থাকবে।

Related Articles