পটিয়ার কচুয়াই ইউনিয়ন আ.লীগের সভাপতি হলেন আবু তৈয়ব

পটিয়ার কচুয়াই ইউনিয়ন আ.লীগের সভাপতি হলেন আবু তৈয়ব

পটিয়া সংবাদদাতা, চট্টগ্রাম : পটিয়ার কচুয়াই ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন পটিয়া উপজেলা আ.লীগের সদস্য মোহাম্মদ আবু তৈয়ব।

বুধবার কচুয়াই ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. মুছা খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে বর্তমান সভাপতি মো. মুছা খাঁনের শারীরিক অসুস্থতায় সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কারনে গত (২৯ জুন) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আবু তৈয়বকে রাজনৈতিক সকল কার্যক্রম ধারাবাহিক ভাবে পালনের জন্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

মোহাম্মদ আবু তৈয়ব ১৯৮৮ সাল থেকে শিশু কিশোর সংগঠন কুসুম কলি আসর দিয়ে রাজনীতি শুরু করে ১৯৯১ সালে মরহুম জননেতা বীর মুক্তিযোদ্ধা এস.এম ইউছুফ এর নির্বাচনী মাইকিং পাবলিসিটি দিয়ে দীর্ঘ সময় পটিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের সাথে কোন পদ পদাবী ছাড়াই রাজপথে আন্দোলন লড়াই সংগ্রামে সক্রিয় থাকতেন। দলের দুঃসময়ে ৯৫/৯৬ সালে অসহযোগ আন্দোলন অতঃপর ৯৬ সালের নির্বাচনে সক্রিয় থাকে ও ২০০১ সালের নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে।

২০০১ সালের পর মাত্র ৮ মাস দেশের বাহিরে থাকে এবং ফিরে এসে আবারও রাজপথে সক্রিয় হয়ে জোট সরকার পতন আন্দোলনে অংশ নিয়ে ২০০৮ সালের নির্বাচনে শারীরিক শ্রম ও অর্থ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেক মামলা-হামলা সহ্য করেছেন।

সে সুবাধে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের তৃণমূল সহ সকলের পরিচিত মুখ। সর্বশেষ ২০০৪ সালে কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়ে গুরুত্বের সাথে দায়িত্ব পালন করেন ও ২০০৬ সাল থেকে বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম শামসুজ্জামান ও বিজন চক্রবর্তীর কমিটিতে পটিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি থেকে শুরু করে ধারাবাহিক ভাবে প্রতিটি কমিটিতে সদস্য ছিলেন।

বর্তমানে পটিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম শামসুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদের কমিটিতে সদস্য পদে আছেন। বঙ্গবন্ধুর আদর্শে আপোষহীন পরিক্ষিত সৈনিক ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ।

Related Articles