ভয়ঙ্কর সমুদ্রযাত্রায় অসুস্থ টাইগার ক্রিকেটাররা

ভয়ঙ্কর সমুদ্রযাত্রায় অসুস্থ টাইগার ক্রিকেটাররা

সমুদ্রভীতির কারণে তামিম ইকবাল বিসিবিকে আগেই জানিয়ে দেন যে, ফেরিতে চড়ে ডমিনিকা যাবেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে না থাকায় ওয়ানডে অধিনায়কের ডমিনিকা যাওয়া জরুরি ছিলও না। তবে যারা স্কোয়াডে রয়েছেন, তাদের অধিকাংশ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সমুদ্রযাত্রায়।

টেস্ট সিরিজ শেষে ক্যারিবিয়ানে টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে টাইগাররা। ডমিনিকার উইন্ডসর পার্কে আগামীকাল শনিবার মুখোমুখি হবে দু’দল। সে উদ্দেশ্যেই সেন্ট লুসিয়া থেকে ফেরিতে চড়ে আটলান্টিক মহাসাগর হয়ে বৃহস্পতিবার দুপুরে ডমিনিকায় পৌঁছায় বাংলাদেশ দল। তবে দীর্ঘ পাঁচ ঘণ্টার সমুদ্র যাত্রায় অসুস্থ হয়ে পড়েন খেলোয়াড়রা।

সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস ফেরি টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল ৭টায় মার্টিনেকের উদ্দেশে রওনা দেয় পার্লে এক্সপ্রেসের ফেরি। সেন্ট লুসিয়া থেকে মার্টিনেক হয়ে ডমিনিকা, এরপর আরো কয়েকটি দ্বীপ। সমুদ্রপথে ঢেউয়ের ধাক্কায় ফেরির দুলুনিতে একে একে ‘মোশন সিকনেসে’ আক্রান্ত হতে থাকেন ক্রিকেটাররা। কয়েক দফা বমিও করতে দেখা গিয়েছে তাদের।

প্রথমে সেন্ট লুসিয়া থেকে মার্টিনেকে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী ফেরিটি। দেড় ঘণ্টার যাত্রায়ই অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটাররা।

শারীরিক অবস্থা বেশি খারাপ হয় পেসার শরিফুল ইসলাম, উইকেটকিপার নুরুল হাসান সোহান ও ম্যানেজার নাফিস ইকবালের। মার্টিনেকে ৪০ মিনিটের যাত্রা বিরতিতে নাফিস, সোহান কিছুটা সুস্থ হলেও ডমিনিকায় আসার পথে ফের অসুস্থ হয়ে পড়েন শরিফুল।

পানিপথে না গিয়ে বিমানে যাওয়ার সুযোগও ছিল বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজে টাইগার বাহিনীই প্রথম দল যারা সমুদ্র পথে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে গিয়েছে। এমনকি ওয়েস্ট ইন্ডিজ দলও সমুদ্রযাত্রা করেনি এর আগে। সফরের পরিকল্পনা স্বাগতিক ক্রিকেট বোর্ডের অধিকারে থাকলেও সফরকারী দলের অনুমতি নিতে হয়। আর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউসি) আটলান্টিক মহাসাগর পার হয়ে ক্রিকেটারদের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার প্রস্তাব লুফে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এমন অবিমৃষ্য সিদ্ধান্তে চটেছেন টাইগার ক্রিকেটাররা। এক খেলোয়াড় এমনও বলেছেন, ‘এখানে অসুস্থ হয়ে মরলে তো আমরা মরব, কারো তো কিছু হবে না।’ দলের এক সিনিয়র ক্রিকেটার বলছিলেন, ‘এত দেশ সফর করলাম, জীবনে এই অভিজ্ঞতা প্রথম। আমরা কেউই এতে অভ্যস্ত নই। এখন যদি ফেরিতেই কেউ মারাত্মক অসুস্থ হয়ে যায় তাহলে কী হবে, খেলা তো পরের কথা। আমার জীবনের সবচেয়ে বাজে সফর এটি।

সমুদ্রযাত্রার পর আজকের দিনটা বিশ্রামের সুযোগ রয়েছে বাংলাদেশের। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ম্যাচের আগে খেলোয়াড়দের সম্পূর্ণ সুস্থ হওয়া নিয়েও রয়েছে শঙ্কা।

Related Articles