পটিয়া সংবাদদাতা, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় শহীদুল ইসলাম (২৬) নামের এক ছাত্রলীগ আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্রগুলো জানিয়েছে প্রেমের পরিণতি দিতে না পারায় রাগ-ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নয় সে। শহীদ উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুল খালেক চেয়ারম্যানের বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘরের নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুঁলে সে আত্মহত্যা করেছে। ঝুলন্ত লাশটি জানালা দিয়ে এক শিশু দেখতে পেয়ে পরিবারের লোকজন খবর দিলে দৌড়ে এসে তারা শহীদকে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষনা করেন। শহীদ উপজেলার ভাটিখাইন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
জানা গেছে, শহীদের বড় ভাই লিটনের শ্যালিকার সঙ্গে ছাত্রলীগ নেতা শহীদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক তাদের পরিবারের কেউ মেনে নিতে পারেনি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হয়। পরিবারের সদস্যদের প্রতি আচরনে অসন্তুষ্ট হয়ে শুক্রবার সন্ধ্যায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে ছাত্রলীগ নেতা শহীদ আত্মহত্যা করেছে।