পটিয়ায় চোরাই সিএনজি উদ্ধার

পটিয়ায় চোরাই সিএনজি উদ্ধার

পটিয়া সংবাদদাতা, চট্টগ্রাম :পটিয়া থানা পুলিশ শুক্রবার রাত ১০টায় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত সাগর (৪০) নামের একজনকে পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে।

জানা গেছে, নগরীর ইপিজেড এলাকার মোছাম্মৎ শামসুন্নাহার নামের এক মহিলার একটি সিএনজি সংঘবদ্ধ চোরের দল চুরি করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরবর্তীতে গাড়ি চালকের মোবাইল নাম্বারে ফোন করে চোর সিন্ডিকেট ‘বিকাশ’ এর মাধ্যমে ১ লাখ টাকা দিতে বলে। এক পর্যায়ে মোবাইল ফোনে টাকা দেওয়া হয়। কিন্তু তারপরও গাড়ি না দেওয়ায় যোগাযোগ করা হলে পটিয়া বাইপাসের ভাটিখাইন মন্দির এলাকায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে দেখা করতে বলেন। ওই সময় গাড়ি চালকসহ মালিকের লোকজন গেলে তাদেরকে বেদমভাবে প্রহার করা হয়। পটিয়া থানায় এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে এজাহারনামীয় একটি মামলা দায়ের করেন।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, গাড়ি চোরের একটি সিন্ডিকেট পটিয়ায় রয়েছে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকা থেকে চোরাই একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

Related Articles