ঢাকায় আসছেন ভারতের নতুন দূত

ঢাকায় আসছেন ভারতের নতুন দূত

ঢাকায় নিযুক্ত ভারতে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে নিজ দেশের মিশনে দায়িত্ব নিতে যাচ্ছেন। আর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে আসতে পারেন সুধাকর দালেলা।

শনিবার ( ২ জুলাই) ভারতের হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সুধাকর দালেলা বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাদার কূটনীতিক দালেলা ইসরায়েল, ব্রাজিল, সুইজারল্যান্ড, ওয়াশিংটনে ভারতীয় মিশনে কাজ করেছেন। তিনি এক সময় ঢাকায় ভারতীয় হাই কমিশনেও কাজ করেছেন।
২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন বিক্রম দোরাইস্বামী। একই বছরের ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। দোরাইস্বামী ঢাকায় রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হন।
এখন দোরাইস্বামী লন্ডনে গায়ত্রী ইশার কুমারের পদে নিযুক্ত হবেন।

Related Articles