গ্যাস বন্ধ করতে পারে রাশিয়া, জার্মানিতে সতর্কতা

জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার পরিকল্পনা করতে পারে রাশিয়া। তাই ভোক্তাদের এ জন্য অবশ্যই প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন জার্মানির সংশ্লিষ্ট একজন শীর্ষ কর্মকর্তা। তিনি বলেছেন, এই প্রস্তুতি এখনই শুরু হওয়া উচিত। তিনি হলেন ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার। এ খবর দিয়েছে অনলাইন ডয়েচে ভেলে। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইনকে নিয়মিত মেরামতের ইস্যুকে ব্যবহার করে জার্মানিতে গ্যাস সরবরাহ দেয়া পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করে থাকতে পারে রাশিয়া। গ্যাস পাইপলাইনের মেরামত করার জন্য ১১ দিন সময় লাগবে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই মেরামত কাজ শুরু হবে ১১ই জুলাই। তারপর এটা রূপ নিতে পারে রাজনৈতিক রক্ষণাবেক্ষণ হিসেবে। মেরামতের সময় হতে পারে অনেক বেশি।  ক্লাউস মুলার বলেন, রাজনৈতিক কারণে রাশিয়া যদি গ্যাস সরবরাহ কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে ভোক্তাদেরকে গ্যাস খরচ কমিয়ে আনার উপায় সম্পর্কে অধিক সিরিয়াসভাবে বলা উচিত।

Related Articles