ঈদের ৭ দিন মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

ঈদের ৭ দিন মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিধিনিষেধ অনুযায়ী ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করতে পারবে না। একই সঙ্গে এই সময়ে মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। রোববার বিকালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
তিনি বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়া এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং বন্ধ থাকবে। জরুরি কারণে পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে। অবিলম্বেএ বিষয়ে পরিপত্র জারি করা হবে।

Related Articles