রাশিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে তুরস্ক। কিয়েভের অভিযোগ, এই জাহাজে করে রাশিয়া ইউক্রেনের শস্য চুরি করে বিদেশে বিক্রি করছিল। ইউক্রেন তুরস্ককে জাহাজটি আটক করতে বললে সেটিকে কারাসু বন্দরে আটক করে তুর্কি কর্তৃপক্ষ। এ খবর নিশ্চিত করেছে ইউক্রেন।
তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিলি বোদনার ইউক্রেনের জাতীয় টেলিভিশনে বলেন, তুরস্ক আমাদের পুরোপুরি সাহায্য করছে। বর্তমানে জাহাজটিকে বন্দরে আটকে রেখেছে তুরস্ক। এই জাহাজের ভাগ্যে কী রয়েছে তা অবশ্য এখনও নির্ধারিত হয়নি। রাশিয়া টুডে জানিয়েছে, ইউক্রেনীয় কূটনীতিকরা তুর্কি কর্তৃপক্ষকে ওই জাহাজটিকে আটক করতে বলে। ঝিবেক ঝলি নামের ওই জাহাজটি ইউক্রেন থেকে চুরি করা শস্য রপ্তানি করছিল বলে অভিযোগ আনা হয়েছে।
এই জাহাজটি আজভ সাগরের বার্ডিয়ানস্ক বন্দর থেকে ছেড়ে তুরস্ক পৌঁছায়। বার্ডিয়ানস্ক মারিউপোল শহর থেকে কাছেই অবস্থিত। ওই অঞ্চল বর্তমানে রুশ বাহিনীর অধীনে রয়েছে।
ওই জাহাজটি তুরস্কে পৌছানোর পরই সেটিকে আটক করা হয়। তুরস্ক প্রথম থেকেই সর্বোচ্চ সহযোগিতা করে গেছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।
ধারণা করা হচ্ছে, এই জাহাজে ৪ হাজার ৫০০ টন শস্য রপ্তানি করা হচ্ছিল। এখন এই শস্য নিয়ে যৌথ তদন্ত চালাবে তুরস্ক ও ইউক্রেন। সেখান থেকে প্রমাণ পাওয়া যাবে এই ফসল কোন দেশে উতপাদিত হয়েছিল। কাজাখস্তানভিত্তিক কোম্পানি কেটিজেড জানিয়েছে, তারাই ঝিবেক ঝলি জাহাজের মালিক। তবে এটিকে রাশিয়ার কোম্পানি গ্রিন লাইনের কাছে লিজ দেয়া হয়েছিল। রুশ কর্তৃপক্ষ এখনও এই জাহাজ আটক নিয়ে কোনো মন্তব্য করেনি।