এ,টি,এম, তোহা : চট্টগ্রামের পটিয়ায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন এর সভাপতিত্বে আজ মঙ্গলবার ( ৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ এর হুইপ ও পটিয়া থেকে নির্বাচিত এমপি সামশুল হক চৌধুরী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মাজেদা বেগম শিরু, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা, সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
স্থানীয় গণমাধ্যম কর্মী এবং উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মশালায় মতামত তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। সে সাথে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে জাতীয় পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয়ভাবে পরিকল্পনার উদ্যোগ ও বাস্তবায়নে প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন আমন্ত্রিত অতিথিবৃন্দকে যথা সময়ে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরার আহবান জানিয়েছেন।