এ.টি.এম.তোহা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন। আজ (৭ জুলাই) রাত ৮ টায় তিনি আকস্মিক ভাবে খাসমহালস্থ প্রেসক্লাবে উপস্থিত হলে তাঁকে স্বাগত ও শুভেচ্ছা জানান সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি আবদুর রাজ্জাক, সহ সভাপতি এ.টি.এম.তোহা।
পরে তিনি উপস্থিত সাংবাদিকবৃন্দকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং আসন্ন ঈদে পটিয়ার আইন-শৃঙ্খলা সম্পর্কে মতবিনিময় করেন।
তিনি বলেন, মাঠ পর্যায়ের সরকারের একজন কর্মকর্তা হিসেবে সব সময় ব্যস্ত থাকতে হয়। পরিবারকেও ঈদ উপলক্ষে সময় দেয়া সম্ভব হয়না।
কর্মস্থলে যারা থাকেন তাদেরকে নিয়েই আমাদের পরিবার। সাংবাদিকদের আমি পরিবারের সদস্য বলেই মনে করি।
আমাদের লক্ষ্য একটাই, সমৃদ্ধ, সুখী, উন্নত, নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।
আসন্ন ঈদে পটিয়াবাসী যেন নিরাপদ ঈদ যাপন করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কেউ যাতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। সমাজের বিত্তবানদের একাজে এগিয়ে আসতে হবে।
উল্লেখ আজ কচুয়াই ইউনিয়নের চা-বাগান এলাকায় তিনি ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষকে জেলা প্রশাসক মোমিনুর রহমানের সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কচুয়াই চা-বাগান এলাকায় দরিদ্রদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউএনও আতিকুল মামুন
প্রেসক্লাবের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন,, প্রচার সম্পাদক শফিউল আজম, কার্যকরী সদস্য এস এম একে জাহাঙ্গীর, নূর হোসন, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিঞ্জু, এসএম রহমান, সাংবাদিক ওবায়দুল হক পিবলু, মহিউদ্দিন, গোলাম কাদের, শাহজাহান, সুজিত দত্ত, কাউসার আলম।
সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনকে পটিয়া প্রেসক্লাবের একজন পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ী হিসেবে অবহিত করে আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেসক্লাবের উন্নয়নে তার প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যহত থাকবে।