পটিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলন: গণমাধ্যম আর প্রশাসন উন্নয়নের পরিপূরক-ইউএনও আতিকুল মামুন

পটিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলন: গণমাধ্যম আর প্রশাসন উন্নয়নের পরিপূরক-ইউএনও আতিকুল মামুন

পটিয়া সংবাদদাতা : পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন বলেছেন, গণমাধ্যম এবং প্রশাসন দেশের উন্নয়ন ও অগ্রগতির পরিপূরক।

রাষ্ট্র ও সমাজের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, নৈরাজ্য জাতির সামনে তুলে ধরে জাতিকে সঠিক নির্দেশনা দেয়াই গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের দায়িত্ব।

তিনি মঙ্গলবার ১২ জুলাই পটিয়া প্রেসক্লাবের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ও মধ্যহ্ন ভোজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।

ইউএনও আতিকুল মামুন বলেন, আমি গণমাধ্যম কর্মীদের ব্ল্যাংক চেক দিয়েছি, তারা আমার যেকোন ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিলে আমি সংশোধনের সুযোগ পাবো। তবে সেটা অবশ্যই যে বানানো, উদ্দেশ্য প্রণোধিত, অসত্য এবং হলুদাভ না হয়।

গুজব, মিথ্যা এবং বানোয়াট সংবাদ জাতি ও সমাজকে অস্থির করে তোলে।

পটিয়া প্রেসক্লাবের সদস্যরা সত্য সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহিদুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, পুলিশ পরিদর্শক (ট্রাফিক] জিল্লুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  প্রেসক্লাবের সহ সভাপতি এ,টি,এম,তোহা, সাবেক সভাপতি এম,একে জাহাঙ্গীর, পটিয়া আদর্শ স্কুল পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

ঈদ পুনর্মিলনী ও মধ্যহ্নভোজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যকরী কমিটির সদস্য আহমদ উল্লাহ , আবেদুজ্জামান আমিরী, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিঞ্জু সহ পটিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে ইউএনও আতিকুল মামুন এর সৌজন্যে সাংবাদিক ও অতিথিবৃন্দ মধ্যহ্নভোজে অংশ নেন।

Related Articles