ইসরাইলি ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদি আরবের

ইসরাইলি ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদি আরবের

আমার পটিয়া. কম : ইসরাইলি সব রকম ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। এর মধ্য দিয়ে এই দুটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও গুরুত্বপূর্ণ একটি ধাপ এগিয়ে গেল। এ ঘটনা এমন এক সময়ে ঘটলো যখণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, এই সিদ্ধান্তের ফলে একীভূত, স্থিতিশীল ও নিরাপদ মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠার পথ করে দেবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি ও রয়টার্স।

ইসরাইল থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরব যাবেন প্রথম মার্কিন নেতা জো বাইডেন। ঠিক তার কয়েক ঘন্টা আগে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন টুইটারে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, কর্তৃপক্ষের প্রয়োজনীয় সব বিষয় পূরণ করার পর সব বিমান ক্যারিয়ারের জন্য সৌদি আরবের আকাশসীমা উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার সব রকম বেসামরিক বিমানের জন্য সৌদি আরবের আকাশসীমা খুলে দেয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জো বাইডেন। এর মধ্যে ইসরাইল থেকে যেতে পারবে ফ্লাইট এবং ইসরাইলেও ফিরতে পারবে। এ কথা বলেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

তিনি বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরষ্ট্রের মতো ইসরাইলেরও নিরাপত্তা ও সমৃদ্ধি উন্নত হবে।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইল এবং উপসাগরীয় দেশগুলোকে নিজেদের আকাশসীমায় চলাচলের অনুমতি দিয়েছে সৌদি আরব। ২০২০ সালে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি একটি ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন বলে রিপোর্ট প্রকাশ হয়। বলা হয়, সেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন তিনি। বিষয়টি মিডিয়া জোরালোভাবে প্রচার করলেও রাষ্ট্রীয়ভাবে এ বিষয়ে তেমন কিছুই বলা হয়নি। গত সপ্তাহে ইসরাইলের প্রতিরক্ষা বিষয়ক বেশ কিছু সাংবাদিক সৌদি আরব সফর করেন এবং তাদেরকে স্বাগত জানানোর বিষয়ে রিপোর্ট প্রকাশ করেন।

Related Articles