ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে। এই জাহাজে বিভিন্ন ধরনের ড্রোন বহন করা হবে এবং জাহাজ থেকে এসব ড্রোন তার লক্ষ্যবস্তুতে অভিযান চালাবে।
ইরানের বিরুদ্ধে আমেরিকা সামরিক হুমকি দেয়ার কয়েকদিন এই পদক্ষেপ নিল তেহরান। গতকাল (শুক্রবার) ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমানায় ইরান এই জাহাজের উদ্বোধন করে। এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে।
ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচি মোকাবেলা করার জন্য প্রয়োজনে সর্বশেষ ধাপে আমেরিকা সামরিক শক্তি ব্যবহার করতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দেয়ার দুইদিন পর ইরান নৌ-বাহিনীর এই ড্রোনবাহী জাহাজের উদ্বোধন করল।