পটিয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি গাজী শাহাজাহান জুয়েলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ

পটিয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি গাজী শাহাজাহান জুয়েলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : পটিয়ায় বিএনপি নেতাদের নামে আজগুবি ও বানোয়াট মামলা দিয়ে তাদের বাড়িতে পুলিশি অভিযান ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটিয়ার এমপি গাজী শাহজাহান জুয়েল এবং পটিয়া ও দক্ষিণ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে গাজী জুয়েল বলেন, বিএনপি নেতা তৌহিদুল আলম, গাজী আবু তাহের ও আবদুল মোমেনের বিরুদ্ধে পটিয়া থানা পুলিশ নিজেদের বানানো একটা কাল্পনিক মামলা দিয়ে তাদের বাড়িঘরে গিয়ে হয়রানি করছে।

উপজেলার ছনহরা ইউনিয়নে একটা মাদ্রাসার জমি নিয়ে স্থানীয় কয়েকজনের বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি অপ্রীতিকর ঘটনা ঘটে।

এই ঘটনায় দলীয় কোন সম্পৃক্ততা না থাকলে পৌর বিএনপি নেতাদের নাম ঢুকিয়ে অতি উৎসাহী হয়ে পুলিশ বিএনপি নেতাদের হয়রানি করছে। তিনি অবিলম্বে তাদের  বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

এছাড়া বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবি ও হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহবায়ক কমিটির সন্মানিত সদস্য বদরুল খায়ের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ,দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহেদুল হক।

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া চেয়ারম্যান, পটিয়া পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইদ্রিস পানু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দীন
পটিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল কাদের,  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আনোয়ার হোসেন মিয়া।

পটিয়া পৌরসভা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব মনসুর আমিরী, পটিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ, পৌরসভা ছাত্রদলের নেতা ইমরান হোসাইন,রেজাউল ইসলাম রাজু,পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের নেতা মারুফ সহ নেতৃবৃন্দ, ছাত্রদল নেতা, তারেক রহমান, জাহেদুল ইসলাম সুজন, নাঈম উদদীন, আবদুল লতিফসহ জেলা -উপজেলা নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে অহেতুক  যড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানান।

অন্যথায় অতীতের মত পটিয়ার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে হুঁশিয়ারি  উচ্চারণ করেন ।

Related Articles