প্রবীণ আইনজ্ঞ ব্যারিস্টার আমিনুল হক আর নেই

প্রবীণ আইনজ্ঞ ব্যারিস্টার আমিনুল হক আর নেই

আমার পটিয়া. কম : দেশের ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশন এর প্রবীণতম সদস্য, ঐতিহ্যবাহী চট্টগ্রাম আইন কলেজের প্রাক্তন শিক্ষক, নিউ চাক্তাই তদানিন্তন ন্যাশনাল স্টোর ও মেসার্স বাগদাদ রাইস মিলের স্বত্বাধিকারী মরহুম আলহাজ্ব হাফেজুর রহমানের ২য় সন্তান, পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামের কৃতি সন্তান এবং নগরীর  লালখান বাজার হাই লেভেল রোড নিবাসী, চট্টগ্রাম আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF) এর অর্গানাইজিং সেক্রেটারি এডভোকেট জিয়া হাবীব আহসানের শ্বশুর আলহাজ্ব ব্যরিষ্টার আমিনুল হক (৮৬) আজ ২০ জুলাই ২০২২ ইং বুধবার সকাল ১১.১৫ টায় নগরীর পার্ক ভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)

তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগ ছিলেন।

আজ বাদ আছর গরীবুল্লাহ শাহ মাজার মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর চেয়ারপার্সন এডভোকেট এলিনা খান।

চট্টগ্রাম বার এসোসিয়েশন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা ও উপজেলা বারের নেতৃবৃন্দ।

পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক, সহ সভাপতি এবং আমার পটিয়া সম্পাদক দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার এর সাংবাদিক এ টি এম তোহা।

Related Articles