এপেক্স ক্লাব অব পটিয়া ২২ তম ডিনার মিটিং ও এপেক্স বাংলাদেশের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এপেক্স ক্লাব অব পটিয়া ২২ তম ডিনার মিটিং ও এপেক্স বাংলাদেশের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আমার পটিয়া. কম : এপেক্স ক্লাব অব পটিয়া ২২ তম ডিনার মিটিং ও এপেক্স বাংলাদেশের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী ১৯ জুলাই – ২০২২, সন্ধ্যা ৭টায় হোটেল ল্যান্ডমার্ক আগ্রাবাদ চট্টগ্রামে ক্লাবের প্রেসিডেন্ট আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বোয়ালখালী শাখার ম্যানেজার অপারেশন সৈয়দ মিয়ার সভাপতিতে ক্লাবের সেক্রেটারি এন্ড ডি এন এডিটর মোঃ লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উত্ত ডিনার মিটিং ও প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অতীত জেলা গভর্নর (আইপিডিজি) ৩ এপেক্সিয়ান ইসমাইল উদ্দিন মোহাম্মদ শওকত আলী, উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ বারো আউলিয়ার ফাস্ট প্রেসিডেন্ট সুফি মনি, এপেক্স ক্লাব অব সন্দীপের প্রেসিডেন্ট এম এ আমিন, এপেক্স ক্লাব অব সন্দ্বীপের সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এস এম কামাল হোসেন ,এপেক্স ক্লাব অব পটিয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যাংকার মোঃ আলমগীর আলম, এক্সপেনশন ডিরেক্টর মোরশেদুর রেজা সবুজ ,সার্ভিস ডিরেক্টর ফিনলে টি ম্যানেজার মোঃ হাবিবুর রহমান , মেম্বারশিপ এন্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর ব্যাংকার আব্দুল্লাহ ফারুক রবি, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর মোঃ মোরশেদুল আলম , ক্লাব মেম্বার ব্যাংকার শওকত হোসেন জুয়েল , ব্যাংকার মোঃ রিয়াজ শাহেদ , মোহাম্মদ আরফাতুর রহমান ,ব্যাংকার আব্দুল মোমেন , সৈয়দা জোহানাত প্রমোখ। অতিথিরা এপেক্সের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, সমাজের অবহেলিত মানুষের জন্য এই ক্লাব কাজ করে যাচ্ছে , ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। সেবা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, আমাদের ক্লাবের সেবার পরিধি ১৭ টি ইউনিয়নের মধ্যে ছড়িয়ে দিতে হবে, সাধারণ মানুষের জন্য আরও বেশি কাজ করতে হবে। প্রধান অতিথি বলেন, পটিয়া ক্লাব এক সময় বাংলাদেশের মধ্যে একটি সুনামধন্য ক্লাবে পরিণত হবে। সভাপতি ডিনার শেষে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

Related Articles