রাশিয়ার গ্যাস বন্ধের আশংকায় ব্যবহার ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত

রাশিয়ার গ্যাস বন্ধের আশংকায় ব্যবহার ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত

রাশিয়া গ্যাসের সরবরাহ একেবারে বন্ধ করে দিতে পারে- এমন আশংকার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন তাদের গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।

ইউরোপে আগামীকাল বুধবার থেকেই গ্যাসের সরবরাহ কমে যাচ্ছে, কারণ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাযপ্রম জানিয়েছে, তারা নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাসের সরবরাহ পূর্ণ ক্ষমতার এক পঞ্চমাংশে নামিয়ে আনবে।

রাশিয়া গ্যাসের সরবরাহ কমিয়ে দেয়ায় প্রায় এক ডজন ইউরোপীয় দেশ এরই মধ্যে চাপের মধ্যে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন এখন সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, এই শীতে যদি রাশিয়া গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয় সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে।

ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা মঙ্গলবার এক জরুরী বৈঠকে এ বছরের অগাস্ট থেকে মার্চ পর্যন্ত গ্যাসের ব্যবহার কমানোর এক প্রস্তাব অনুমোদন করেন। প্রত্যেকটি সদস্য দেশ স্বেচ্ছায় এই কাজ করবে, তবে গ্যাস সংকট গুরুতর রূপ নিলে এটি বাধ্যতামূলক করা হবে।

কিছু দেশ এবং কোন কোন শিল্প খাতকে অবশ্য এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। আয়ারল্যান্ড এবং মল্টাকে এই চুক্তি মেনে গ্যাসের চাহিদা কমাতে হবে না, কারণ তারা ইউরোপের গ্যাস নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

জার্মানির অর্থ মন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, মস্কো গ্যাসের সরবরাহ কমিয়ে দিলেও ইউরোপ যে ঐক্যবদ্ধ আছে, এই চুক্তি প্রেসিডেন্ট পুতিনকে সেই বার্তা দেবে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবেন না।”

Related Articles