শামসুল আলম মাস্টার ছিলেন একজন জনদরদী নেতা-মেয়র আইয়ুব বাবুল

শামসুল আলম মাস্টার ছিলেন একজন জনদরদী নেতা-মেয়র আইয়ুব বাবুল

পটিয়া সংবাদদাতা : পটিয়া পৌরসভার প্রথম প্রশাসক ও ২ বারের চেয়ারম্যান মরহুম শামসুল আলম মাস্টার স্মরণে এক শোকসভা বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৩ টায় পটিয়া পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে কাউন্সিলর গোফরান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আইয়ুব বাবুল শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মরহুম শামসুল আলম মাস্টারের জীবন ও কর্মের ওপর  অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী নেজামুল হক, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর ফেরদৌস বেগম, কাউন্সিলর ইয়াসমিন আকতার, সাবেক পৌর কাউন্সিলর নুরুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি এ,টি,এম,তোহা, ডাঃ খোরশেদ আলম, জাপা নেতা আবদুস সাত্তার, মরহুম শামসুল আলম মাস্টারের পুত্র মাঈনুল আলম, ইঞ্জিনিয়ার শাহজাহান,  শরীফ খান, জসীম উদ্দীন, ছাত্রনেতা তারেকুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি মেয়র আইয়ুব বাবুল বলেন, শামসুল আলম মাস্টার ছিলেন জনগণের নেতা। তিনি একজন সাহসী প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনা পোষণ করতেন। তিনি দেশকে, পটিয়াকে প্রচন্ড ভালবাসতেন। ১৯৭১ সালে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য রনাঙ্গনে যুদ্ধ করেছেন।

একজন পক্ষপাতহীন বিচারক ছিলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হওয়া সত্বেও কখনো পটিয়া ছেড়ে যাননি।

পটিয়ার মানুষকে প্রচন্ড ভালবাসতেন, পটিয়ার মানুষও তাকে ভালবাসতো।

শোকসভা উদযাপন কমিটির সভাপতি কাউন্সিলর গোফরান রানা মরহুম শামসুল আলম মাস্টারের নামে পৌরসভার একটা রাস্তা ও অডিটরিয়াম নামকরণের প্রস্তাব করলে মেয়র আইয়ুব বাবুল মরহুম শামসুল আলম মাস্টারের স্মৃতি রক্ষার্থে পটিয়া পৌরসভার একটি রাস্তার নামকরণ হবে বলে ঘোষণা দেন

Related Articles