মহানগর প্রভাতী ট্রেনের চাপায় মাইক্রোবাসের ১৩ পর্যটক নিহত

মহানগর প্রভাতী ট্রেনের চাপায় মাইক্রোবাসের ১৩ পর্যটক নিহত

মিরসরাইয়ে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনেের চাপায় মাইক্রোবাসের ১৩ জন পর্যটক নিহত হয়েছে। নিহতদের সবাই পুরুষ বলে জানা গেছে। তাদের বয়স ২০-৩০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা গেলেও তারা সবাই হাটহাজারী এলাকার বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টায় মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেন চালক পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খোরশেদ আলম।

জানা যায়, দুপুর দুইটায় মিরসরাই উপজেলা খৈয়াছড়া ঝর্ণা সংলগ্ন রেলক্রসিং পারাপারের সময় একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে এবং ট্রেনটিও আটকে যায়। এসময় ঘটনাস্থলেই ১৩ জন পর্যটক নিহত হয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, আমরা এখনো পরিচয় শনাক্ত করতে পারিনি। তবে নিহতদের মধ্যে সবাই পুরুষ এবং ২০-৩০ বয়সের। জানতে পেরেছি তারা খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণে এসেছিল। তারা হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে এসেছিল বলে জানা গেছে। বিস্তারিত পরে জানাতে পারব।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে যায়। এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Related Articles