পটিয়া প্রেসক্লাবকে কম্পিউটার দিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটিয়া শাখা

পটিয়া প্রেসক্লাবকে কম্পিউটার দিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটিয়া শাখা

পটিয়া সংবাদদাতা : পটিয়া প্রেসক্লাবকে দুটি আধুনিক কম্পিউটার অনুদান হিসেবে প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটিয়া শাখা। এই উপলক্ষে ব্যাংকের এভিপি ও শাখা প্রধান সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে এক অনাড়ম্বর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড ও ইভিপি কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এসপিও ইশতিয়াকচৌধুরী, এসপিও ম্যানেজার অপারেশন রবিউল হাসান।
প্রেস ক্লাবের পক্ষে কম্পিউটার দুটি গ্রহণ করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, এ,টি,এম, তোহা, সাধারন সম্পাদক আবদুল হাকিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বিকাশ চৌধুরী, এস এম রহমান, মহিউদ্দিন চৌধুরী, ওবায়দুল হক পিবলু।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইভিপি কামাল উদ্দিন বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে ফার্স্ট সিকিউরিটির ইসলামী ব্যাংক পটিয়া প্রেসক্লাবকে দুটি কম্পিউটার হস্তান্তর করতে পেরে আনন্দ বোধ করছে। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের অন্যায়-অসঙ্গতি তুলে ধরে সমাজকে সঠিক পথে পরিচালনা করাই সাংবাদিকদের প্রথম কাজ।

অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ করে চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ সাহেব ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিজ উদ্দিন চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি এ,টি,এম,তোহা, ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা।

Related Articles