ইউক্রেনের শীর্ষ ধনকুবের নিহত, জেলেনস্কি বললেন ‘বিরাট ক্ষতি’

ইউক্রেনের শীর্ষ ধনকুবের নিহত, জেলেনস্কি বললেন ‘বিরাট ক্ষতি’

ইউক্রেনের শীর্ষ কৃষি ফার্ম নিবুলনের মালিক ওলেক্সি ভাদাতুরস্কি নিহতের ঘটনা নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভাদাতুরস্কির মৃত্যুকে তিনি ‘বিরাট ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন।

এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ব্যবসায়ী ভাদাতুরস্কি আধুনিক শস্যপণ্যের মার্কেট তৈরির প্রক্রিয়ায় অবদান রাখছিলেন।

ইউক্রেনের মিকোলিভ শহরের আঞ্চলিক গভর্নর ভিতালি কিম রবিবার এক টেলিগ্রাম বার্তায় বলেন, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের শীর্ষ কৃষি ফার্ম নিবুলনের মালিক ওলেক্সি ভাদাতুরস্কি ও তার স্ত্রী নিহত হয়েছেন।

তিনি বলেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রুশ বাহিনী শহরটিতে গোলাবর্ষণ করে। ওলেস্কি ভাদাতুরস্কি ও তার স্ত্রী মিকোলিভে নিজ বাড়িতে নিহত হন।
ইউক্রেনের শীর্ষ কৃষি কোম্পানি নিবুলনের মিকোলিভ শহরে সদর দপ্তর রয়েছে। এই কোম্পানি গম, যব এবং ভুট্টা উৎপাদন করে।

কোম্পানিটির নিজস্ব জাহাজ এবং শিপইয়ার্ড (জাহাজ নির্মাণ ও মেরামতের স্থান) রয়েছে। ২০২০ সালের ফোর্বসের তথ্যানুযায়ী, ওলেক্সির ৪৫০ মিলিয়ন ডলারের সম্পদ ছিল। সূত্র: আল জাজিরা

Related Articles