পটিয়ায় মোবাইল কোর্ট ; রাত ৮ টার পর দোকান পাট, মার্কেট, শপিং মল বন্ধ রাখুন-ইউএনও আতিকুল মামুন

পটিয়ায় মোবাইল কোর্ট ; রাত ৮ টার পর দোকান পাট, মার্কেট, শপিং মল বন্ধ রাখুন-ইউএনও আতিকুল মামুন

রাত ৮ টার পর দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল বন্ধ রাখার সরকারি নির্দেশনা আজ মঙ্গলবার রাত ৮ টা থেকে কার্যকর শুরু হয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল মামুন দোকান পাঠ বন্ধ রাখার প্রথম কার্য দিবসে আজ রাত ৮ টার পর পটিয়ার ছবুর রোড, স্টেশন রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জাতীয় স্বার্থে রাত ৮ টার পর দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, কমিউনিটি সেন্টার বন্ধ রাখাসহ সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা মেনে চলার আহবান জানান।

এসময় ৩ টি দোকানে অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামীকালও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি জানান,  শুধু পৌর শহরে নয়, গ্রামীন হাটবাজার, মহাসড়কের পাশের দোকানপাট সকলের জন্যই এই নির্দেশনা।

তিনি বলেন,  জরিমানা করা প্রশাসনের উদ্দেশ্য নয়, আইন মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।  নাগরিক দায়িত্ব মেনে চললে কাউকে জরিমানা গুনতে হবেনা।

বিদ্যুৎ ঘাটতির এ সময়ে সকলকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার অনুরোধ করেন।

Related Articles