সার ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে- কৃষক সমিতি

সার ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে- কৃষক সমিতি
পটিয়া সংবাদদাতা (চট্টগ্রাম) ইউরিয়া সার, জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল বুধবার (১০ আগষ্ট) বিকেলে পটিয়ায় কৃষক সমাবেশ, মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন সমাবেশ শেষে মহাসড়কের পটিয়া সদরের এক বিক্ষোভ মিছিল বের করে।  
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক সমিতি সভাপতি আবদুল নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত পটিয়া সদরের পোষ্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক সমিতি কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা পুলক দাশ, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পাটির্ (সিপিবি)  চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ।
কৃষক নেতা অনুপম বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলার সহ সভাপতি নজরুল ইসলাম আজাদ, স্বপন দত্ত, সিপিবি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শওকত আলী ও দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সভাপতি সনত বড়ুয়া।
সভায় বক্তরা বলেন, কৃষিকে কেন্দ্র করে দেশের ৮০ শতাংশ মানুষ আজ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। অথচ কৃষি খাত এখনও নিদারুণ অবহেলা ও অবজ্ঞার শিকার।
অন্যদিকে এই অঞ্চলে  কৃষক ও সাধারণ গৃহস্থের গরুর চুরির উপদ্রব বৃদ্ধিতে মরার উপর খাড়ার ঘা সৃষ্টি হয়েছে। এদিকে কৃষক ও কৃষির নানা সংকটের মধ্যে  সরকার ইউরিয়া সার ও তেলের দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে কৃষকদেরকে গভীর সংকটে ফেলে দিয়েছে।
বক্তরা এই অবস্থায় দেশের অর্থনীতির প্রাণ কৃষক ও কৃষিকে বাঁচাতে বাংলাদেশ কৃষক সমিতি সরকারের এই গণবিরোধী নীতির প্রতিবাদে মাঠে নেমেছে। এতে সারাদেশের কৃষকদের নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

Related Articles