পিআইবি’র উদ্যোগে পটিয়ায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

পিআইবি’র উদ্যোগে পটিয়ায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

পটিয়া সংবাদদাতা (চট্টগ্রাম) : দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ ৫ উপজেলার মফস্বল সাংবাদিকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে এই কর্মশালায় অংশ নেন পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৭০জন সাংবাদিক

২টি ভেন্যুতে একযোগে ৯ আগস্ট প্রশিক্ষণ শুরু হয়। পটিয়া ব্যানবেইস কার্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতা এবং পটিয়া পৌরসভা কার্যালয়ের হল রুমে সাংবাদিকতার বেসিক নিয়ম-কানুনের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল মামুন ও অপর একটিতে পৌরসভার মেয়র আয়ুব বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
অনুসন্ধানী সাংবাদিকতা ভেন্যুতে বক্তব্য রাখেন বৈশাখী টিভির প্ল্যানিং কনসালটেন্ট জুলফিকার আলী মানিক, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব নন্দী এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক কর্মশালার সমন্বয়ক শাহ শেখ মজলিশ ফুয়াদ। প্রশিক্ষনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ ও উত্তরণের উপায়, অনুসন্ধানী সাংবাদিকতার ধরণ, কৌশল এবং ধাপসমূহ এবং সোর্স পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা সম্পর্কে ধারণা দেয়া হবে। তাছাড়া অনুসন্ধানী সাংবাদিকতা বস্তুনিষ্ঠতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করা হবে।
তিনদিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ বিতরণ করেন। এতে বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল মামুন, বিএফইউজের সদস্য প্রণব বড়–য়া অর্ণব, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা।

Related Articles