পটিয়ায় ১৬’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার-১

পটিয়ায় ১৬’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার-১

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা :  চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে হাবিবুল্লাহ প্রকাশ হাবিব (৩৪) নামের একব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে ভোলা জেলা সদরের আবদুর রবের পুত্র। বৃহস্পতিবার রাত পৌনে ২টার সময় গাড়ি তল্লাশি করে ইয়াবাসহ হাবিবকে গ্রেফতার করে।
পুলিশ জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের বাসে করে ইয়াবা পাচারের গোপন তথ্যে পেয়ে পেয়ে পুলিশ তল্লাশি করে ১৬শ পিচ ইয়াবা উদ্ধার করে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচারের খবর পেয়ে খরনা রাস্তার মাথা এলাকায় গাড়ি তল্লাশি করা হয়। এসময় ইয়াবা পাচারকারী হাবিরের শরীর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles