রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে জাতির জনক
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ ১৩ আগষ্ট শনিবার সকালে শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান সরকারি কলেজ শাখার আয়োজনে মুক্তমঞ্চ প্রাঙ্গনে চিত্রাংকন, আবৃত্তি,ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসলাম বেবী । এ সময় অন্যান্যের মধ্যে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসান,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর। বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের চিত্রাংকন শিক্ষক আমিনুল ইসলাম প্রামানিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন প্রতিবছরের ন্যায় এবারও আমরা শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করছি এবং আজকের এই দিনে জাতির জনক কে শ্রদ্ধার সাথে অন্তর থেকে স্মরণ করছি। যিনি ছিলেন বলে আজ আমরা এ লাল-সবুজের মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের আজ এ পর্যন্ত আসার পিছনে তার অবদান সমগ্র বাঙালি জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।
পরিশেষে বিভিন্ন স্কুল কলেজ থেকে অংশগ্রহণ করা চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।