ইরানে শুরু হয়েছে সামরিক ড্রোনের প্রতিযোগিতা

ইরানে শুরু হয়েছে সামরিক ড্রোনের প্রতিযোগিতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানে শুরু হয়েছে সামরিক ড্রোনের আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে ইরান ছাড়াও রাশিয়া, আর্মেনিয়া ও বেলারুশের সামরিক বাহিনী অংশ নিচ্ছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন ইস্পাহান প্রদেশের কাশান শহরে এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

এই প্রতিযোগিতার মুখপাত্র আলী বেলালি বলেছেন, আগামী ২৮ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

তিনি আরও বলেন, এটি আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতার অংশ। ৩৪টি বিভাগে ১২টি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান বর্তমানে ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। নিজেদের বিজ্ঞানীরাই এসব ড্রোন নির্মাণ করছে।#

পার্সটুডে

Related Articles