পটিয়া সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ করেছে পটিয়া পৌর ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন ।
মঙ্গলবার সকালে বের হওয়া র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভাস্থ পার্টি সেন্টারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আ’লীগ নেতা একে এম আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ নেতা ও সরকারী আইন কর্মকর্তা আলহাজ্ব এড. বদিউল আলম, চট্টগ্রাম বন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মাহফুজুর রহমান খান, আ’লীগ নেতা এম এন ইসলাম, বৃহত্তর পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদরে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টার, পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সমীরন খাস্তগীর, ৭৫ পরবর্তী পটিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর ছিদ্দিকী, আ’লীগ নেতা মাষ্টার সন্তোষ বড়ুয়া, সাবেক কমিশনার হাসান মুরাদ, কমিশনার আব্দুল খালেক, মোখতার আহমেদ আরিফ। বিশেষ বক্তা ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি.এম জমির উদ্দিন।
অধ্যাপক আজিজুল হক মানিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো. শাহজাহান চৌধরী, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল ইমরান, উপজেলা মৎসজীবী লীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, আ’লীগ নেতা জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, দিদারুল হক জসীম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাইফু, সাইফুল ইসলাম শাহিন, উজ্জল ঘোষ, নুুরুল ইসলাম, হাসান শরীফ, মো. মামুন, সাইফুদ্দিন ভোলা, যুবনেতা ফেরদৌস আহমেদ, মোক্তার আহমেদ, আমীর হোসেন, রিটন বড়ুয়া, সিদ্ধার্ত বড়ুয়া জুয়েল, ছুটন, ছেয়দ নূর, ছাত্রনেতা মো. সাজ্জাদ হোসেন, সাব্বির হোসেন, মো. সাকিব হোসেন, মো. আনিস, মো. রুবেল, রুখন প্রমুখ।
এসময় প্রধান বক্তার বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেন, ১৫ আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছিল তারা আজও সক্রিয় আছে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও তারা হত্যা করার জন্য দলের মধ্যে ঘাপটি মেরে রয়েছে। তিনি বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় থাকলেও জামায়াত বিএনপির এজেন্টরা আসনে বসে আছে।
আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীকে পুনরায় জয়যুক্ত করার জন্য জামায়াত বিএনপির এজেন্টমুক্ত নেতৃত্ব দরকার। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়কে রুখে দিয়ে জনবান্ধব নেতৃত্ব ক্ষমতায় আনার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান।