আমার পটিয়া. কম : ২০০৪ সালের ২১আগস্ট বিএনপি-জামাতের পৃষ্ঠপোষকতায় বর্বরোচিত গ্রেনেড হামলার মাস্টারমইন্ড তারেক রহমান সহ জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবীতে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ রোববার দলীয় কার্যালয়ে এক বিশাল সমাবেশ ও প্রতিবাদ সভা করেন।
সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. আবদুল মতিন চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর পটিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমেদ।
প্রধান বক্তা ছিলেন ৭৫’ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৭৫’ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলী আকবর সিদ্দিকী, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম. জমির উদ্দিন।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নেপাল মজুমদার, নজরুল ইসলাম, পটিয়া অটো টেম্পু-সিএনজি সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, বাবু উজ্জ্বল ঘোষ, হাসান শরীফ, উপজেলা যুবলীগ নেতা মোঃ ইকবাল, মোঃ মহিম, উপজেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফু, নুরুল ইসলাম, নুরুল আমিন, বেলাল শরীফ, সুজন বড়ুয়া, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আনোয়ার হোসেন, মোঃ কায়েস, মোঃ রুনেল, আবদুল আউয়াল, ছোটন, মোঃ বাবলু, মোঃ মাসুদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, মোঃ সাকিব হোসেন, নুরুল ইসলাম রুবেল, তৌহিদুল আলম প্রমূখ।