বদিউল আলমের নেতৃত্বে পটিয়ায় শ্রমজীবীদের বিশাল র‍্যালি

বদিউল আলমের নেতৃত্বে পটিয়ায় শ্রমজীবীদের বিশাল র‍্যালি

আমার পটিয়া. কম : যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায়  পটিয়ায় শ্রমজীবীদের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম র‌্যালিতে নেতৃত্ব দিয়েছেন। বৃহস্পতিবার ২৫ অগাস্ট  সকাল ১১ টায় পটিয়া পৌর সদরে জাতীয় শোক দিবস উপলক্ষে এই বিশাল শ্রমিক সমাবেশ ও শ্রমজীবীদের র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন পটিয়ার বিভিন্ন স্তরের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র ও যুব সমাজ, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনা ভিশন ২০২১ থেকে ভিশন ২০৪১ বাস্তবায়নের যে পদক্ষেপ নিয়েছেন, সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই  শ্রমজীবীদের এই সমাবেশ।

আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তৃণমূল কর্মী,  বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষ এই সমাবেশে যোগদান করেন।

সকাল ১১ টায় পটিয়া কলেজ গেট থেকে শোক র‌্যালি শুরু হয়ে পটিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহচাঁন্দ আউলিয়া মাদ্রাসা গেইটে গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তৃণমূল কর্মী,  বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষ এই সমাবেশে যোগদান করায় তিনি সকলে ধন্যবাদ জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম. জমির উদ্দিন।

পটিয়া অটো-টেম্পু সিএনজি শ্রমিকদের সভাপতি জামশেদুল আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম সঞ্চালনা করেন।

বক্তব্য রাখেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোক্তার আহমেদ আরিফ, কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান মল্ল, শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা হাসান শরীফ, মোঃ ইকবাল, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম সাইফু, নুরুল ইসলাম, তৌহিদুল আলম জুয়েল, নুরুল আমিন, আবদুল আউয়াল, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ বাবলু, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, সাকিব হোসেন প্রমূখ।

Related Articles