বান্দরবানে নবাগত এসপির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

বান্দরবানে নবাগত এসপির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ আগষ্ট শনিবার সকালে বান্দরবানে জেলা পুলিশের আয়োজনে সদর থানার কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত।

বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। এই সময় অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, রেজা সরোয়ার, মোঃ নাজিম উদ্দিন, মোঃ সালাউদ্দিন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন সাংবাদিকরা হল জাতির দর্পন । একটা জেলাকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। কারণ একটি জেলার উন্নয়ন ও সমস্যা সকল কিছু তারা তুলে ধরেন। তাই বান্দরবান জেলাকে সার্বিক ভাবে এগিয়ে নিয়ে যেতে বান্দরবান জেলা পুলিশ সকল স্তরের মানুষসহ সাংবাদিকদের সাথে মিলে মিশে একাসাথে কাজ করবে বলে সহমত পোষণ করেন। এজন্য তিনি সকলকে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

Related Articles