জনগণের টাকায় জনগণের উন্নয়ন করছে পটিয়ার কুসুম পুরা ইউনিয়ন

ছবিসহ প্রেরিত

ইউনিয়ন পর্যায়ে ব্যতিক্রমী উদ্যাগ
পটিয়ায় হোল্ডিং ট্যাক্সের
টাকায় অবকাঠামো
উন্নয়ন
পটিয়াপ্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় জনগণের পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের অর্থে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়েছে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদে। ওই এলাকার ৯টি ওয়ার্ডে জনগণ থেকে আদায়কৃত টাকার বিপরীতে ১৪টি প্রকল্প বাস্তবায়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিওে কুসুমপুরার উন্নয়ন নিয়ে নতুন রূপে স্বপ্ন দেখছেন এলাকার জনগণ। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুল মামুনের সঙ্গে পরামর্শ করেই হোল্ডিং ট্যাক্সের অর্থে কুসুমপুরায় চলছে ১৪টি প্রকল্পের কাজ।
মঙ্গলবার সকালে কুসুমপুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় সভার মাধ্যমে জনসম্মুখে ব্যক্তিক্রমী এ উদ্যোগের বিষয়টি তুলে ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া ডালিম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রাজিব কুমার মিত্র, ইউপি সদস্য রওশন আরা রোজি, পারভিন আকতার, আকলিমা আকতার, মো.সালাহ উদ্দিন, মো. নুরুল ইসলাম, খোরশেদ আলম, ফজলুল কাদের, জাকির আহমদ প্রকাশ রশিদ, শওকত আকবর, মো. নেজাম উদ্দীন, আবদুর রহিম, এম নুরুল ইসলাম।
চলমান প্রকল্প গুলোর মধ্যে রয়েছে-কুসুমপুরা মাহতাব আকবর সওদাগর সড়ক আরসিসি ঢালাই, কুসুমপুরা গাউছিয়া তৈয়বীয়া মাদ্রাসা সংলগ্ন এইচবিবি সড়ক সংস্কার, থানা মহিরা জোনামা ফকির এইচবিবি সড়ক সংস্কার, কুসুমপুরা ডা: সেলিমের বাড়ি সড়ক আরসিসি ঢালাই, বিনানিহারা ফজলুল কাদের হিরু মেম্বারের বাড়ি সড়ক আরসিসি ঢালাই, উত্তর হরিণখাইন আসমত আলী বাড়ি সড়ক এইচবিবি দ্বারা নির্মাণ, দক্ষিণ হরিণখাইন আবদুল আলিম সওদারের নতুন বাড়ি সড়ক টাইলস দ্বারা উন্নয়ন, গোরণখাইন ডা: জাফরের বাড়ি সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন, মনসা গাউছিয়া মুক্তার মসজিদেও চলাচল সড়কের পাশের্^ ড্রেইন নির্মাণ, মনসা আজিম মা পুকুর সংযোগ সড়ক আরসিসি ঢালাই, মেহেরআর্টি সেলিম নিজামী সড়ক আরসিসি ঢালাই, দক্ষিণ মনসা মরহুম ফজল আহমদ সড়ক আরসিসি ঢালাই, বিনানিহারা গুন্নু মাতব্বরের বাড়ির সম্মুখে সার্বজনীন গভীর নলকূপ স্থাপন, গোরণখাইন হাজী মনির আহমদ মিয়ার বাড়ির সম্মুখে সাবর্জনীন গভীর নলকুপ স্থাপন।
মতবিনিময়কালে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম জানান, ‘জনগণের টাকায়-জনগনের উন্নয়ন’ এ শ্লোগান বাস্তবায়ন করতে কুসুমপুরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। সব উন্নয়নকাজ দৃশ্যমান হলে কুসুমপুরার চেহারা পাল্টে যাবে। এলাকার সাড়ে ৫ হাজার বাড়ি হোল্ডিং ট্যাক্সের আওতায় এসেছে। তাদের কাছ থেকে কর বাবদ নগদ ১২ লাখ ৯০ টাকা আদায় করা হয়েছে এবং বকেয়া রয়েছে প্রায় সাড়ে ৮ লাখ টাকা। পর্যায় ক্রমে ইউনিয়নের প্রতিটি পরিবারকে গৃহকরের আওতায় আনা হবে এবং হোল্ডিং ট্যাক্সের অর্থে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles