আমার পটিয়া. কম : সারা দেশে বিরোধী দল বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে পটিয়ায় বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে পটিয়া পৌর ও উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও শ্রমিক লীগ অংশগ্রহণ করে।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক র্যালী পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোক র্যালী শেষে থানার মোড় চত্বরে ’৭৫ পরবর্তী উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম শাহীন, উজ্জ্বল ঘোষ, উপজেলা যুবলীগ নেতা হাসান শরীফ, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফু, সাইফুদ্দিন ভোলা, সাইফুল ইসলাম জুয়েল, মো. আমিন, মো. আনোয়ার, মো. রুবেল, সুজন বড়–য়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাকিব হোসেন, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রুবেল, যুগ্ম আহবায়ক জাবেদুল, যুগ্ম আহবায়ক মো. আতিক, যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম বলেন, বিএনপি-জামায়াত সারা দেশে েেয নৈরাজ্য শুরু করেছে তাদের প্রতিরোধ করার জন্য দলের ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।