পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ১৪শ পিচ ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন- পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও সহযোগী খুলনা জেলার মো. আবু হানিফের পুত্র আশরাফুল ইসলাম প্রকাশ শাওন (২২)। আলভী পৌরসভার ৪নং ওয়ার্ডের ঠিকাদার গাজী মো. মফিজের পুত্র।
এই ঘটনার পরপরই আলভীকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করে ছাত্রলীগ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে পালিয়েছে উজিরপুর এলাকার মৃত বাবুল উদ্দিনের পুত্র নাঈম উদ্দিন (২৪) ও পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার মো. কালামের পুত্র মো. ফাহিম (২৫)।
জানা গেছে, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী মো. আলভীসহ ৪জন ইয়াবা পাচার করছে খবর পেয়ে একদল পুলিশ ছুঁটে যান।এক পর্যায়ে পটিয়া থানার উপ-পরিদর্শক ছৈয়দ মো. আসাদুজ্জামানকে দেখতে পেয়ে ছাত্রলীগ নেতা আলভীসহ ৪জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ আলভী ও আশরাফুল ইসলামকে আটক করতে সক্ষম হয়।পরে তাদের স্বীকারোক্তি মতে নাঈম ও ফাহিমের নাম পাওয়া যায়।
পটিয়া থানার উপ-পরিদর্শক মো. ছৈয়দ আসাদুজ্জামান জানিয়েছেন, ১৪শ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতারের ঘটনায় থানায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

You can share this post!