পটিয়ায় কোটি টাকার সম্পত্তি উদ্ধার করলো উপজেলা প্রশাসন

পটিয়ায় কোটি টাকার সম্পত্তি উদ্ধার করলো উপজেলা প্রশাসন
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গল শীতল ছড়ি ও সাত্তার পেটুয়া মৌজায় দীর্ঘদিন থেকে বেহাত হয়ে যাওয়া কয়েক কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন ও সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনী আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঐ এলাকায় অভিযান চালিয়ে দখলকৃত ভূমির উপর স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সেখানে সরকারি সম্পত্তির দখলকৃত সাইন বোর্ড টাঙিয়ে দেয়। উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল মামুন জানান, ঐ এলাকায় আরো বেশ কিছু পাহাড়ী ও সমতল ভূমি রয়েছে যেগুলো বছরের পর বছর সরকারি নজরদারির অভাবে বেহাত হয়ে গিয়েছিল। সেগুলোর অংশ বিশেষ আজ উদ্ধার করা হলো। আজকের অভিযানে উদ্ধারকৃত জমির পরিমাণ প্রায় ৬৬ একর এবং আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। বাকী ভূমিগুলো উদ্ধার করে সেগুলোও ডিমার্কেশন করে সরকারের নিয়ন্ত্রনে আনা হবে। উদ্ধার কালে জবর দখলাকারীরা পালিয়ে যায়। তিনি বলেন সরকারি সম্পত্তি উদ্ধারে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ ভূমিহীন থাকলে তাকে গুচ্ছ গ্রামে বাড়ি করে দেয়া হবে কিন্তু ভূমিহীন এই তকমা লাগিয়ে সরকারি জমি জবর দখল করতে দেয়া হবেনা।

Related Articles