পটিয়া (সংবাদদাতা) চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় এসএসসি পরীক্ষার ১ম দিন বাংলা ১ম পত্রে অনুপস্থিত ছিল ৭১ জন। এদের অধিকাংশই মেয়ে এবং বাল্য বিয়ের শিকার বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা জানিয়েছেন।
উপজেলার ৮ এসএসসি ১টি কারিগরি এবং একটি মাদ্রাসা কেন্দ্রে ৬৬৭২ জন এবার এসএসসি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এবং মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন ৮ কেন্দ্র, কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন ১টি এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন ১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৫৬৯ জন।
এদের মধ্যে ছাত্র ৩৫৯০ এবং ছাত্রী ৩৯৭৯ জন।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন এবং একাডেমিক সুপারভাইজার বাবুল দে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষার ১ম দিন অতিবাহিত হয়েছে। কোন বহিস্কার নেই। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি বলে জানিয়েছেন একাডেমিক সুপারভাইজার এবং কেন্দ্র সচিবগণ।

You can share this post!