পটিয়ায় পাথরবোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত-১

পটিয়ায় পাথরবোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত-১
পটিয়া (চট্টগ্রাম)  সংবাদদাতা :  চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে একটি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে হতাহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহী। এর মধ্যে নিহত হয়েছে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামের নুরুচ্ছফার পুত্র নুরুল হাসান শাওন (২২) ও আহত হয়েছে একই উপজেলার ছদহা ইউনিয়নের আফজলনগর গ্রামের মহাজন বাড়ির শফিউল আলমের পুত্র আবদুল মোমেন (২০)। এর মধ্যে মোমেনের অবস্থা আশংকাজনক। বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুই মোটরসাইকেল আরোহী সাতকানিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে পাথর বোঝাই একটি ডাম্পারের সাথে মুখোমূখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী শাওন গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেন। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি হিমাংশু  বিকাশ সরকার জানিয়েছেন, পাথরবোঝাই একটি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে এবং আরো একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়ি দুইটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং ডাম্পার চালক পলাতক রয়েছে।

Related Articles