পটিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন করলো আওয়ামী লীগ

পটিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে  দিয়ে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন করলো আওয়ামী লীগ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জম্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত গণসমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালীটি জনস্রোতে রূপ নেয়। ২৮ সেপ্টেম্বর ২০২২ ইং বুধবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আ’লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। দুপুর থেকেই পূর্ব ঘোষিত উপজেলা মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে রঙ বেরঙের ব্যানার ফেষ্টুন ও প্লেকার্ড নিয়ে মিছিল সহকারে বাদ্য যন্ত্র বাজিয়ে গণসমাবেশে এসে মিলিত হয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় গণসমাবেশস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জম্মদিন উপলক্ষে বিশালাকৃতির একটি কেক কাটেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি সহ উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ। গণসামাবেশ শেষে বর্ণাঢ্য এক র‌্যালী প্লে-কার্ড, ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন বাদ্য যন্ত্র ও ব্র্যান্ডপার্টি নিয়ে স্বর্তফুর্তভাবে র‌্যালীতে অংশ গ্রহণ করেন। হাজার হাজার মানুষের অংশ গ্রহণে র‌্যালীটি জনস্রোত পরিণত হয়। এসময় বিভিন্ন দোকান পাট ও বাসা বাড়ির ছাদ থেকে নারী পুরুষ জড়ো হয়ে র‌্যালী একনজর দেখতে সড়কের দু’পাশ ও বাসাবাড়ির ছাদে ভিড় জমে। গণসমাবেশে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আর্শীবাদ। তার মতো বিচক্ষণ ও দক্ষ রাষ্ট্রনায়ক না হলে এদেশ উন্নয়ন অগ্রগতি ও খাদ্যে স্বয়ংস্পূর্ণতা অর্জন করতে পারতো না। আজ দেশের মানুষ সারাদেশে যে দৃশ্যমান উন্নয়ন কর্মকান্ড চোখে দেখছে তার একমাত্র অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি শুধু এদেশের নেত্রী নয়, তিনি বিশ^ নেত্রী হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। শেখ হাসিনা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বিভিন্ন অধিবেশনে যোগদান করে সারাবিশে^র অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। তেমনি যুদ্ধ বিরোধী মনোভাব এবং শান্তির পক্ষে কথা বলে আজ তিনি আন্তর্জাতিক ও বিশ^ নেত্রী হিসেবে প্রসংশা কুড়িছে বিশ^দরবারে। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়নে পটিয়ার চেহারাই পাল্টে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল তারিক রহমান, সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারমান মাজেদা বেগম শিরু, উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান সহ আ’লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা গণসমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

Related Articles