ভ্রাম্যমান আদালতের অভিযান পটিয়ায় কয়েল কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমান আদালতের অভিযান পটিয়ায় কয়েল কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা:পটিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কয়েল তৈরির কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে। মঙ্গলবার বিকেলে পটিয়া সহকারী কমিশনার (ভুমি) রাকিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। পৌর সদরের কাগজীপাড়া এলাকার ১টি বেকারিকে ১০ হাজার টাকা ও উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকায় মশার কয়েল তৈরির কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা ও পটিয়া থানা পুলিশ সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রাকিফুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বেকারী ও লাইসেন্সবিহীন একটি কয়েল তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। এসময় দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। #

Related Articles