পটিয়া প্রতিনিধিঃ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন পটিয়া পৌর শাখার যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন (৫০) আর নেই।
মঙলবার দিবাগত রাত ১২.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামাল উদ্দিন পটিয়া পৌরসভার ৬ নং ওয়াডের আমজু মিয়া সওদাগরের বাড়ীর মৃত সূর্য মিয়ার ২য় সন্তান। বুধবার জোহরের নামাজের পর আমজু মিয়া সওদাগর জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জামাল উদ্দীন এর মৃত্যুতে গভীর শোক ও আত্মার মাগফেরাত কামনা করেছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। পটিয়া পৌরসভা কৃষক দলের আহবায়ক হাজী মোঃ নজরুল ইসলাম এবং সদস্য সচিব আবুল মনচুর আমিরী ।
আজ এক শোকবাতায় নেতৃবৃন্দরা জামাল উদ্দীন’র মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন। একজন সৎ সজ্জন ও ভালো ব্যক্তি হিসাবে সকলে জানতো এবং সম্মান করতেন। মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোক বিহব্বল পরিবারের সদস্যদের কে ধৈর্য্য ধারণর ক্ষমতা দান করেন।
নেতৃদ্বয় শোকবার্তায় জামাল উদ্দীন’র রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকহত পরিবারের সদস্যবর্গ, আত্মীস্বজন, গুনগ্রহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “দক্ষ সংগঠক হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন পটিয়া পৌর কৃষকদলকে সুসংগঠিত ও গতিশীল করতে জামাল উদ্দিন নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন।
তিনি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে পটিয়া পৌর কৃষকদলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব ও শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃদ্বয় শোকবার্তায় জামাল উদ্দিন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।