পটিয়া প্রতিনিধিঃ পটিয়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মরা খাল পরিদর্শন এসেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার দুপুরে পটিয়া পৌরসভার মরা খাল সহ আরো বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) মাহাবুবুর রহমান, প্রধান প্রকৌশলী দক্ষিণ পূর্বাঞ্চল, রমজান আলী প্রামানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, চট্রগ্রাম নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পটিয়া পৌর মেয়র মোঃ আইয়ুব বাবুল, কাউন্সিলর গোফরান রানা, জসিম উদ্দিন, সরওয়ার কামাল রাজীব, পৌর সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার প্রমুখ।
পটিয়া পৌরসভার মেয়র জনাব মোঃ আইয়ুব বাবুল বলেন, আবেদনের প্রেক্ষিতে হুইপ সামশুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সুপারিশে পটিয়া পৌরসভার মধ্যে দিয়ে প্রবাহিত হাজীর/বাঁকখালীর খাল, সুচক্রদন্ডী ও গোবিন্দারখীল এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত মরা খাল পূনঃখনন/পলি অপসারণ কাজ বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়াও প্রায় ৭৮ কোটি টাকার কাজ প্রকল্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অচিরেই পানি উন্নয়ন বোর্ড উক্ত কাজ বাস্তবায়ন করবে বলে জানান পৌর এলাকার এ নীতিনির্ধারক।