দেশজুড়ে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের সমাবেশ

দেশজুড়ে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের সমাবেশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দেশজুড়ে বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে অভিযোগ তুলে এর প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ।

সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে শুক্রবার বিকেলে পটিয়া উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা পবিত্র দায়িত্ব হিসেবে বাংলার মুক্তিকামী, দেশপ্রেমী জনতার পাশে দাঁড়িয়েছেন। বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র, চক্রান্তকে রুখে দিতে যুবলীগ আজ ঐক্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, বিএনপি-জামায়াতকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষক তারা বাংলা ভাই, আব্দুর রহমানের মতো জঙ্গি সৃষ্টিকারী, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারী। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ নানা অপকর্মে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি-জামায়াত। সেই বিএনপি-জামায়াত আজ নতুন করে বাংলাদেশকে আবারও বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করতে জঙ্গি হামলার চক্রান্ত করছে।

উপজেলা যুবলীগের সভাপতি হাসান উল্লাহ’র সভাপতিত্ব ও যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির এবং রিটন নাথের সন্চালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন মোরশেদুল হক, আবুল হাসানাত ফয়সাল, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, জাবেদ সরোয়ার, হারুন মাস্টার, নাজিম উদ্দিন রনি, ইয়ার মোহাম্মদ বুলু, শীতল তালুকদার, শিমুল দে বাবু, মিঠুন চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, আহমেদ নুর সাগর, ফয়সাল আহমদ জনি, নাজিম উদ্দিন, খোরশেদ আলম, জামাল উদ্দিন, আব্দুর রহিম, মফিজুর রহমান, হোসেন রনি, বুলবুল হোসেন, ফরিদুল আলম টুটুল, কাজী কাদের, রণদীপ দে, ফয়জুল আবেদীন সজীব, মোহাম্মদ আলী, মোহাম্মদ টিপু, এসকান্দার আলী, হারুন মজুমদার, মহিউদ্দিন, আরাফাত রুবেল, মনির আহম, নুরুল ইসলাম, মোঃ রাসেল, আমজাদ হোসেন বাদশা, মাহফুজুল হক, তৌহিদুল ইসলাম জিকু, মোঃ হাসান, মায়মুন চৌধুরী, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ইউনুস, জাহিদুল ইসলাম জিগার, আবুল বশার, আব্দুর রাজ্জাক, ইমরান হাসান, সুশীল দে, মোঃ মামুন, আজগর আলী, আরিফ উদ্দিন বাবু, বদিউল আলম, মেজবাহ প্রমুখ।

Related Articles